চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ দিনের সফরে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৪ ১১:০০ : পূর্বাহ্ণ

ছয় দিনের সফরে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রীসভার সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও। প্রধানমন্ত্রীর এবারের থাইল্যান্ড সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইনটেন্ট সইয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ব্যাংককে UNS কাপের ৮০তম অধিবেশনেও যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সাথে আছেন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে।

Print Friendly and PDF