প্রকাশ: ৬ জুন, ২০২২ ১:২৩ : অপরাহ্ণ
চিকিৎসকদের ব্যবহারেই রোগী অনেকটা ভালো হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে চিকিৎসকদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ মে) সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সুবর্ণজয়ন্ত্রীতে ভার্চুয়ালি অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় চিকিৎসকদের উদ্দেশে বলেন, বিদেশে বাংলাদেশি চিকিৎসকরা ভাল করতে পারলে দেশে কেন পারবে না। দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার চিকিৎসকদের সব ধরনের সহযোগিতা করবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণাও দেন শেখ হাসিনা।