চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার সৌদি আরবে ঈদ

প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৪ ১০:৩১ : পূর্বাহ্ণ

 

আগামী বুধবার (১০ই এপ্রিল) সৌদি আরবসহ বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সোমবার (০৮ই এপ্রিল) সৌদি আরবে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ।

সৌদি আরব সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বুধবার (১০ এপ্রিল)।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

আরবি শাওয়াল মাস চাঁদের ওপর ভিত্তি করে ২৯ বা ৩০ দিনের হয়। সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান হবে ৩০ দিনের।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারও আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

 

সূত্র:চ্যানেল২৪

Print Friendly and PDF