চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ

প্রকাশ: ১৩ মার্চ, ২০২৪ ২:১৫ : অপরাহ্ণ

 

ঈদুল ফিতর উপলক্ষে এ বছর ঈদের ৫ দিনের পরিবর্তে ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৫ মার্চ।

বুধবার (১৩ মার্চ) দুপুরে রেল ভবনে ব্রিফিংয়ে একথা জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। জানান, এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না বলেও জানান তিনি।

 

 

এসময় তিনি বলেন, ১১ এপ্রিল ঈদ হিসেব করে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের টিকিট বিক্রি করা হবে। আর ৪ এপ্রিল থেকে শুরু হবে ফেরত আসার টিকিট বিক্রি ।

মন্ত্রী আরও বলেন, এবারের ঈদে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন ছাড়া হবে বলেও জানান রেলমন্ত্রী।

 

Print Friendly and PDF