চট্টগ্রাম, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ৪, দগ্ধ দুই শতাধিক

প্রকাশ: ৫ জুন, ২০২২ ১:৫০ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুন) রাতে এ আগুনের ঘটনা ঘটে।

এতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহত হয়েছেন। দগ্ধ হয়েছে প্রায় শতাধিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক আশিক। তিনি জানান, এ ঘটনায় ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।

ডিপোতে আমদানি ও রপ্তানির বিভিন্ন মালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার পর কয়েকটি কনটেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কনটেইনারে রসায়নিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।

Print Friendly and PDF