চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালকের পরীক্ষা আমার জন্য চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৪৯ : অপরাহ্ণ

 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ চার হাজার ৩৭৪ জন। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টার পর পরীক্ষার হলে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। রঙিন প্রবেশপত্র নিয়ে হলে ঢুকতে হবে। মোবাইল ও ইলেকট্রিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না।

তিনি বলেন, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩৮০টি। ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ২৯৫টি। পরীক্ষা নিয়ে গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, কালকের পরীক্ষা আমার জন্য চ্যালেঞ্জ। নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষপাতী নই। বর্তমানে চারটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ। ২টির নিবন্ধন বাতিল করা হয়েছে।

 

 

Print Friendly and PDF