চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সাথে সচিবদের বৈঠক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০০ : অপরাহ্ণ

 

নতুন সরকার গঠনের পর প্রথমবারের মত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ের এই সচিব সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়। এসময় রেকর্ড পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সভার শুরুতে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফুল দিয়ে অভিনন্দন জানান।

 

No description available.

 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যান্য সচিবরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এসময় বাজার পরিস্থিতি, খাদ্য, অর্থনীতি, জ্বালানি, কৃষি, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নসহ অন্তত ১০টি বিষয় সরকারপ্রধান দিক নির্দেশনা দেন।

 

উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কর্মপরিকল্পনার বিষয়েও সভায় আলোচনা হয় ।

এছাড়াও প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট সচিব সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর প্রধানমন্ত্রী সার্বিক বিষয়ে নির্দেশনা দেন।

Print Friendly and PDF