চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৫৭ : পূর্বাহ্ণ

 

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বেড়েছে। আগামী ৬ই ফেব্র“য়ারি পর্যন্ত বিশেষ বিবেচনায় নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। এ সুযোগ সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্যই প্রযোজ্য হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ই ফেব্র“য়ারি পর্যন্ত ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে নির্ধারিত প্যাকেজের সম্প‚র্ণ অর্থ পরিশোধ করার সুযোগও রাখা হয়েছে।

প্রাথমিক নিবন্ধন শেষে প্যাকেজের অবশিষ্ট অর্থ ২৯শে ফেব্র“য়ারির মধ্যে জমা দিয়ে চ‚ড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ প্রদানে ব্যর্থ হলে হজযাত্রা বাতিল হবে। এক্ষেত্রে প্রাথমিক নিবন্ধনের সময় প্রদান করা অর্থ ফেরত পাওয়া যাবে না।

 

এই নিয়ে হজযাত্রী নিবন্ধনের সময় চতুর্থবারের মতো বাড়ল। এবারের হজ নিবন্ধন গত বছরের ১৬ই সেপ্টেম্বর শুরু হয়। প্রথম দফায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়। তারপর তৃতীয় দফায় ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্র“য়ারি পর্যন্ত বাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু হজ নিবন্ধনে কাঙ্খিত সাড়া না মেলায় আবারও বাড়ল নিবন্ধনের সময়।

Print Friendly and PDF