চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শঙ্কা কাটিয়ে চাঙা হচ্ছে পুঁজিবাজার

প্রকাশ: ২ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:১২ : অপরাহ্ণ

 

একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। গতসপ্তাহে মূল্যসূচক ধারাবাহিকভাবে বাড়ার পাশাপাশি, লেনদেনের গতিও বাড়তে শুরু করেছে। শেয়ারের সর্বনিু দাম বা ফ্লোর প্রাইস তুলে নেয়ার কারণে বাজারে লেনদেনে গতি ফিরেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এর ফলে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ কিছুটা কমবে বলে আশাবাদী শেয়ার বাজার কর্তৃপক্ষ। তারা বলছেন, লেনদেনের ধারাবাহিকতা বজায় থাকলে ধীরে ধীরে ভালো প্রতিষ্ঠানের বিনিয়োগও আসবে।

 

দেড় বছর পর গত ১৮ই জানুয়ারি শেয়ারের সর্বনিু দাম বা ফ্লোর প্রাইস তুলে নেয়ার পর বিক্রির চাপ কিছুটা বেড়েছিল। সেই সাথে বেড়েছিল লেনদেনও। গত সপ্তাহে লেনদেন স্বাভাবিক গতি ফিরে পেয়েছে। শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই’র প্রধান মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়ায়। আর ১৪২ কোটি ৩৮ লাখ টাকা বেড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১২২ কোটি ৯ লাখ টাকা।

 

ডিএসই’র প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বাড়ছে। এতে বড় বিনিয়োগকারীরা আগ্রহ ফিরে পাবে বলে জানালেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী।

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ দেয়ার সময়ও হয়েছে। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন ডিএসই’র এই কর্মর্কতা।

শেষ কার্যদিবসে ডিএসইতে দাম বেড়েছে ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৭১টির। আর ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF