চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরান ঢাকায় সাকরাইনের উচ্ছ্বাস

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৪ ১১:১৩ : পূর্বাহ্ণ

 

ঢাকায় হয়ে গেলো ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এ উৎসবটির মূল আকর্ষণ ঘুড়ি উড়ানো। তবে কালের বিবর্তনে ঘুড়ি উড়ানোর পাশাপাশি উৎসবে স্থান করে নিয়েছে আতশবাজি, আলোক রশ্মির খেলা আর নাচ গান।

ঢাকার আকাশ জুড়ে ঘুড়ির খেলা। পৌষ আর মাঘের সন্ধিক্ষণের হাড় কাঁপানো শীতের বিকেলে কুয়াশা ভেদ করে আকাশে উড়ছে ঘুড়ি।

 

শীত মৌসুমের বাৎসরিক উদযাপন করতেই পৌষের শেষদিন আয়োজন করা হয় এই ঘুড়ি উৎসবের। পুরান ঢাকার এই ঐতিহ্যকে বলা হয় সাকরাইন। এদিন রংবেরঙের ঘুড়ির দখলে থাকে নীল আকাশ। পড়ন্ত বিকেলে নীলিমার রং আর রংধনুতে মিশে যায় বাহারী রঙের ঘুড়ি।

তবে এই আয়োজন এখন ঘুড়ি উৎসব ছাড়িয়ে দখলে নিয়েছে আতশবাজি আর ডিজে পার্টিতে। সন্ধ্যায় ঘুড়ির আকাশ চলে যায় আতাশবাজির দখলে। নাটাই ছেড়ে পটকাবাজিতেই ব্যস্ত হয়ে পড়ে তরুণ তরুণীরা। সারাদিন ঘুড়ি উড়ানোর পর সন্ধ্যা নামতেই আতশাবাজির রংয়ে রঙিন হয়ে উঠে পুরান ঢাকার আকাশ।এ আয়োজন ছড়িয়ে পড়ছে বলে জানালেন আয়োজকরা। পুরান ঢাকার বাইরের লোকজনও আসেন এসব আয়োজনে। সন্ধ্যার পর রাত পর্যন্ত বাড়ির ছাদে ছাদে চলে ডিজের তালে তালে নাচ আর গান।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF