প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৩ ১২:২৮ : অপরাহ্ণ
সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে হরতাল পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর থেকে শুরু হয়ে সারাদেশে এই কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তবে এদিন সকাল থেকে রাজধানীতে হরতালের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাসগুলোতেও যাত্রী সংখ্যা একেবারেই কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, গত ১৬ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন। তবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন হয়। এজন্য সোমবারের কর্মসূচি একদিন পিছিয়ে মঙ্গলবার পালন করছে বিএনপি।