প্রকাশ: ৩০ মে, ২০২২ ১২:১২ : অপরাহ্ণ
মহানবী হজরত মোহম্মদ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দিল্লির বিজেপি নেত্রী নুপুর শর্মা। সম্প্রতি তার একটি ভাইরাল বক্তব্যের ভিডিওতে তাকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়।
তবে ভিডিও ভাইরাল হওয়ার পর নুপুর অভিযোগ করেন, তাকে খুন ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। কিন্তু নুপুরের অভিযোগ না শুনে উল্টো তার বিরুদ্ধেই এফআইআর দায়ের করল মুম্বাই পুলিশ।
ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় গণমাধ্যম সিয়াসত ডেইলি এ খবর দিয়েছে। এর আগে গতকাল বিজেপির এই নেত্রী দাবি করেন, ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের ‘এডিট’ করা একটি ভিডিও টুইট করেছিলেন। তার ফলেই বিতর্ক তৈরি হয়েছে।
জানা গেছে, জুবায়ের জ্ঞানবাপী মসজিদের মামলার ওপর একটি টিভি বিতর্ক শো থেকে ৮৬ সেকেন্ডের একটি ক্লিপ টুইট করেন। সেখানেই নবী মোহাম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় নুপুরকে। এর পর থেকেই তাকে খুন ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।
এবার জানা গেল, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ, ধর্মীয় ভাবাবেগে আঘাতসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
হজরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নুপুরের বিরুদ্ধে পুলিশে এ অভিযোগ দায়ের করেন ইরফান শেখ নামের এক ব্যক্তি।
এদিকে বিজেপি নেত্রী আগেই দিল্লি পুলিশকে ট্যাগ করে একটি টুইট করেছেন। সেখানে তিনি জানান, যাবতীয় সমস্যার জন্য দোষী মোহাম্মদ জুবায়ের। তিনিই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছেন। নেত্রী বা তার পরিবারের কিছু হলে জুবায়েরই দায়ী থাকবেন।
https://twitter.com/zoo_bear/status/1530066557191131142?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1530066557191131142%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.channel24bd.tv%2Finternational%2Farticle%2F105735%2FE0A6AEE0A6B9E0A6BEE0A6A8E0A6ACE0A780-E0A6B8E0A6BEE0A683–E0A695E0A787-E0A6A8E0A6BFE0A79FE0A787-E0A6ACE0A6BFE0A6A4E0A6B0E0A78DE0A695E0A6BFE0A6A4-E0A6AEE0A6A8E0A78DE0A6A4E0A6ACE0A78DE0A6AF-E0A6A8E0A781E0A6AAE0A781E0A6B0E0A695E0A787-E0A696E0A781E0A6A8-E0A6A7E0A6B0E0A78DE0A6B7E0A6A3E0A787E0A6B0-E0A6B9E0A781E0A6AEE0A695E0A6BF