চট্টগ্রাম, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৩ ১:০৪ : অপরাহ্ণ

 

মাহবুবুজ্জামান সেতু , নওগাঁ প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আলোচিত এই আসনে বাদ পড়েছেন ছয়বারের নির্বাচিত এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। রাজনৈতিক কারণে হেভিওয়েট এই নেতা মনোনয়ন থেকে ছিটকে পড়েন। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি ভোটে নামার প্রস্তুতি নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

 

মনোনয়পত্র সংগ্রহের পর উপজেলা সদরের একটি বাসায় মঙ্গলবার বিকেলে নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা দেন।
মনোনয়ন বঞ্চিত হয়ে এই আসনে এরইমধ্যে চারজনসহ আরও পাঁচ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এস.এম ব্রহানী সুলতান মামুদ (গামা), জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকী, বর্তমান সংসদ সদস্যের ছেলে সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ ও আফজাল হোসেন। এছাড়া পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াউল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করা প্রার্থী  এস.এম ব্রহানী সুলতান (গামা) বলেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী উন্মুক্ত করে দিয়েছেন।  দলীয় বাধা না থাকায় নেতাকর্মীদের মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে এই আসনে আমি জয়লাভ করব।’

 

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পর্যন্ত এই আসনে ছয় স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু এবং জাতীয় পার্টির মো. আলতাফ হোসেন মন্ডল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

Print Friendly and PDF