প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৩ ১০:২৭ : পূর্বাহ্ণ
অবরোধের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রামে সড়কের পাশে রাখা দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরীর ওয়াসা মোড়ের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ৫৫ মিনিটের দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
সুত্র: চ্যানেল২৪