চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন আজ

প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৩ ৯:৫৭ : পূর্বাহ্ণ

 

 

আজ উদ্বোধন হতে যাচ্ছে বহুল আলোচিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন। কক্সবাজারে ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনে সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্রেন চলাচল উদ্বোধন করে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে স্টেশন থেকে রামু পর্যন্ত নব নির্মিত ১২ কিলোমিটার রেলপথে ভ্রমণ করবেন ট্রেনে। প্রায় ১৮ হাজার কোটি টাকার এই প্রকল্পে চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রায় ১০০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। এছাড়া মাতারবাড়িতে প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 

 

বারশো মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ৬০০ মেগাওয়াটের একটি ইউনিটও উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন করবেন আরও বেশ কিছু প্রকল্প। এরপর যোগ দেবেন মাতারবাড়ি টাউনশিপ এলাকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। টানেলের পর কক্সবাজার রুটে রেলপথ এই অঞ্চলে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা ব্যবসায়ীদের।

 

Print Friendly and PDF