চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় শুরু হচ্ছে শান্তি চলচ্চিত্র উৎসব

প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৩ ১২:০৮ : অপরাহ্ণ

 

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আয়োজিত শান্তি চলচ্চিত্র উৎসব ২০২৩। আগামী ২৮ ও ২৯শে অক্টোবর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁও-এ আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী ২৮শে অক্টোবর বিকাল ৩টায় এই উৎসবের উদ্বোধন করবেন।

 

 

দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতাদের ৬৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দশনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় শিল্প, গণমাধ্যম, চলচ্চিত্রের ভূমিকা বিষয়ে একাধিক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হবে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে উৎসবের ২য় দিনে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সবার জন্য উন্মুক্ত এই আয়োজন চলবে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঢাকাস্থ রয়েল নরওয়েজিয়ান দূতাবাস সহযোগিতায়, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাইভার্সিটি ফর পিস এবং ইউএনডিপি বাংলাদেশ, যৌথভাবে এ আয়োজন করছে।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF