চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাদ থেকে লাফ দিয়ে বিজ্ঞানীর আত্মহত্যা!

প্রকাশ: ২৪ মে, ২০২২ ৪:৪৪ : অপরাহ্ণ

ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কাজ করা ৫৫ বছর বয়সী এক বিজ্ঞানী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার সাত তলা ভবনের ছাদ থেকে ওই বিজ্ঞানী লাফ দিয়ে আত্মহত্যা করেন। খবর এনডিটিভি

আত্মহত্যাকারী ওই বিজ্ঞানীর নাম রাকেশ মল্লিক। তিনি পশ্চিম দিল্লির বাসিন্দা। পুলিশ আরও জানায়, তার মৃত দেহটি সরকারি কর্মচারীদের আবাসিক ভবনের সামানে পাওয়া যায়।

নয়া দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে তাতে ওই বিজ্ঞানী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আত্মহত্যাকারী ব্যক্তির নাম রাকেশ মল্লিক।

পুলিশ কমিশনার আরও জানায়, কী কারণে আত্মহত্যা করেছে তার কারণ অনুসন্ধান করে বিস্তারিত জানানো যাবে।

Print Friendly and PDF