প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৩ ৪:৩৬ : অপরাহ্ণ
আওয়ামী লীগ সব সময় সংখ্যলঘু সম্প্রদায়ের পাশে ছিল, পাশে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশে অসম্প্রদায়িক চেতনা নষ্ট হয়েছে।
আজ রোববার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি পূজামন্ডপ পরিদর্শনে যান। এসময় তিনি পুরোহিতের সাথে কথা বলে পূজার খোঁজখবর নেন। শুভেচ্ছা জানানোর মঞ্চে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে নৃত্যসংগীতে স্বাগত জানানো হয়।
পরে হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ দেশে সব ধর্মের মানুষ মর্যাদার সাথে বসবাস করবে।
সারাদেশে পাঁচ দিন ব্যাপি পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। দেবী দুর্গার আগমনের পর মহাসপ্তমী শেষ হয়েছে। শনিবার (২১শে অক্টোবর) সকালে দুর্গতিনাশিনী মা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্যে দিয়ে মহাসপ্তমী পূজা শুরু হয়। আজ রোববার সকাল থেকেই দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে দিনটির ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজাও হয় এদিন। সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে দিনটি পালিত হচ্ছে।
সূত্র – বৈশাখী অনলাইন