চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছেন ‘দ্য উইজার্ড’ রোনালদিনহো

প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৩ ১১:১৬ : পূর্বাহ্ণ

আজ ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকায় এসে সফর শেষ করে রাতেই ফিরে যাবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার।

কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। বিকেলে ঢাকা পৌঁছে হোটেলে কিছুটা বিশ্রাম নেয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ‘দ্য উইজার্ড’। এরপর সাড়ে ৭টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন রোনালদিনহো।

এই ব্রাজিলিয়ানের সাথে দেখা করবেন জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন ২০০২ সালে বিশ্বকাপ জেতা এই ফুটবলারের সাথে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা অসংখ্য। কিন্তু দক্ষিণ এশিয়ার আয়তনে ক্ষুদ্র এই দেশটিতে কখনও আসেননি রোনালদিনহো। তবে সে অপেক্ষা ফুরোচ্ছে আজ, প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা পড়ছে ব্রাজিলের এই তারকার।

Print Friendly and PDF