চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া থেকে দুপুরে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৩ ১০:১১ : পূর্বাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় যান এবং সেখানে রাত্রিযাপন করেন।

কিছুক্ষণের মধ্যে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা। টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি।

 

 

পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প উদ্বোধন শেষে গতকাল ভাঙ্গায় একটি জনসভায় যোগদান করেন তিনি। পরে টুঙ্গীপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা শেষে আজ দুপুর ১২টা নাগাদ সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

 

 

সূত্র – নিউজ 24 অনলাইন

Print Friendly and PDF