চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দলে না থাকা নিয়ে মুখ খুলছেন তামিম

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৮ : অপরাহ্ণ

 

 

অবশেষে মুখ খুলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাঁকে দলে নেয়া, না নেয়া নিয়ে গত কয়েকদিন ধরে যেসব আলোচনা-সমালোচনা চলেছে, সেসব নিয়েই কথা বলবেন তিনি।

বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) তাকে ছাড়াই ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি।

 

 

আজ বুধবার নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন তামিম ইকবাল। ভিডিও বার্তার মাধ্যমে এ নিয়ে সবার উদ্দেশ্যে কথা বলবেন তিনি, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’

তামিম বলেছেন, গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত- সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF