চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিশ্চিত তাসকিন, প্রস্তুত বিকল্প পেসার!

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ৪:০৪ : অপরাহ্ণ

 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দলে ফেরানো হয়েছিল পেসার তাসকিন আহমেদকে। তবে শেষ ম্যাচে তাসকিনের খেলা নিয়ে রয়েছে সংশয়। তারকা এই পেসারকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে খালেদ আহমেদকে।

জানা যায়, অসুস্থতার কারণে তাসকিনের শেষ ম্যাচ খেলা নিয়ে রয়েছে সংশয়। সোমবার (২৫ সেপ্টেম্বর)  তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘তাসকিনের পেট খারাপ হয়েছে। শেষ ম্যাচ খেলতে পারবে কি না নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, ঠিক হয়ে যাবে। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’

 

 

এদিকে, তাসকিনের অসুস্থতার কারণে দলের সঙ্গে রাখা হয়েছে পেসার খালেদ আহমেদকে। সোমবার মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি। শেষ পর্যন্ত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাসকিন খেলতে না পারলে একাদশে থাকতে পারেন খালেদ।

Print Friendly and PDF