প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪৯ : অপরাহ্ণ
রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা কমে গরমের তীব্রতা কমে আসতে পারে। আগামী দুই-তিন দিন বৃষ্টি বেড়ে গরম কমতে পারে।
আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনের গরমের পর গতকাল রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ঝরে। এতে সারা দিনের গরম কমে কিছুটা স্বস্তি নামে।
আজ থেকে গরম আরও কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। চলতি সপ্তাহের বেশির ভাগ সময়জুড়ে থেমে থেমে বৃষ্টি হতে পারে। এতে করে গরম কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয় আছে। তবে এই মাসের মধ্যে এর বড় অংশ বাংলাদেশ থেকে বিদায় নেবে। চলতি মাসের শেষের দিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। এরই মধ্যে অবশ্য দেশের অনেক জায়গায় তা পড়তে শুরু করেছে। মাসের শেষের দিকে তাপমাত্রা কমে হালকা শীতের অনুভূতি পাওয়া যেতে পারে।
সূত্র – বৈশাখী অনলাইন