চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

২ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৩ ৪:০১ : অপরাহ্ণ

 

রাষ্ট্রীয় সফরের সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন ম্যাক্রোঁ।

বিমানবন্দরে ইমানুয়েল ম্যাক্রোঁকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদান শেষে ঢাকায় আসেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিমানবন্দরে ইমানুয়েল ম্যাক্রোঁকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় ইমানুয়েল ম্যাক্রোঁকে।

 

 

বিমানবন্দর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইন্টারকনটিনেন্টাল হোটেলে যান। সেখানে তার সম্মানে এক নৈশভোজসভার আয়োজন করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়োজিত এই নৈশভোজে অংশ নেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর।

Print Friendly and PDF