চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়া বনগ্রাম ওয়ার্ড় শ্রমিকলীগের কমিটি অনুমোদন সভাপতি আয়ুব সাধারণ সম্পাদক ফোরকান।

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫২ : অপরাহ্ণ

জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের আওতাধীন চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ড় শাখার ত্রি- বার্ষিক সম্মেলনর মাধ্যমে সকলের সম্মতিত্রুমে সভাপতি নিবার্চিত হলেন মোহাম্মদ আয়ুব, সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ফোরকান, উল্লেখ্য যে গত আগষ্ট মাসে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সম্মেলন অনুষ্ঠিত হয়, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলনের দিন ওয়ার্ড় শ্রমিক লীগের কমিটি অনুমোদন করেনি নেতৃবৃন্দ, পরে সকল প্রার্থীদের সর্ব সম্মতিত্রুমে ও পভাপতি নিবার্চিত হন রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ আয়ুব, সাধারণ সম্পাদক নিবার্চিত হন মোহাম্মদ ফোরকান।
ওয়ার্ড় শ্রমিক লীগের কমিটি অনুমোদনের বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন স্হানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক কমিটির সমন্বয়ে মোহাম্মদ আয়ুব কে সভাপতি, মোহাম্মদ ফোরকান কে সাধারণ সম্পাদক নিবার্চিত করে আগামী ৩বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেন ইউনিয়ন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ,   তাঁদেরকে আগামী ১মাসের মধ্য স্হানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দের নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সাথে সাথে আরেক টা নির্দেশনা তাঁদের প্রতি ছিল, আর সেই নির্দেশনা হলো স্হানীয় সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ করতে হবে।
সভাপতি নিবার্চিত হওয়ার বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আয়ুব মহান সৃষ্টিকর্তা প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমাকে উপজেলা ও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ যে আশা নিয়ে সভাপতি নিবার্চিত করেছে তাঁদের সম্মান রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, সাথে সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার এলাকার নেতৃবৃন্দের সাথে কাধে কাধ মিলিয়ে জাতীয় নিবার্চনে সবোর্চ্চ ভোট সংগ্রহের মাধ্যমে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বলেন আমি একজন সাধারণ মানুষ আমার মত একজন ক্ষুদ্র কর্মিকে বনগ্রামের মত গনবসতি পূর্ণ এলাকায় জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিবার্চিত করায় সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই, সাথে সাথে সকালের কাছে দোয়া চাই, আমার উপর অর্পিত দাযিত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি।

Print Friendly and PDF