প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৭ : অপরাহ্ণ
দীর্ঘ অপেক্ষার পর অক্টোবরের শেষ সপ্তাহে চালু হতে যাচ্ছে খুলনা-মোংলা রেলপথ। এতে মোংলা সমুদ্রবন্দরের সাথে সারাদেশের রেল যোগাযোগ সহজ হবে। এই রেলপথ চালু হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দর জেটি পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ শুরু হয় ২০১০ সালে। এই রেলপথ নির্মাণ কাজ ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। নির্মাণ কাজ শেষে এখন রেলপথটি চালুর অপেক্ষায় আছে।
খুলনা-মোংলা রেললাইন প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান জানালেন, রেলপথের শেষ মূহুর্তের কাজ চলছে। অক্টোবরের শেষদিকে এ রেলপথ চালু করা সম্ভব হবে। এতে এই অঞ্চলের মানুষের যাতায়াত ও ব্যবসাবাণিজ্যে গতি আসবে বলে বলে জানালেন খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ রানা।
এই রেললাইন ভবিষ্যতে আন্ত:দেশীয় রেলপথ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান ফুলতলা-ডুমুরিয়া খুলনা-৫ আসন স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭২১ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত ব্যয় বেড়ে দাড়ায় ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ টাকা।
সূত্র – বৈশাখী অনলাইন