চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের মন্তব্যের কড়া সমালোচনায় রমিজ রাজা

প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫৮ : অপরাহ্ণ

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ দল। ব্যাটারদের চরম ব্যর্থতায় লঙ্কানদের কাছে পাঁচ উইকেটে পরাজয়ের তিক্ত স্বাদ পায় সাকিব-তাসকিনরা। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে দলের পরাজয় নিয়ে কথা বলেন অধিনায়ক সাকিব। টাইগার অধিনায়কের সেই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

 

শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারার পর নিজের পাশপাশি দায়টা ব্যাটিং ব্যর্থতার ওপর চাপান সাকিব। তবে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য মোটেও ভালো লাগেনি রমিজ রাজার। বিশেষ করে দলে না থাকা দুই ক্রিকেটারের নাম উল্লেখপূর্বক সাকিবের মন্তব্যের সমালোচনা করেন তিনি।

 

 

রমিজ রাজা বলেন, ‘আমার কাছে ব্যাপারটি ভালো লাগেনি। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে, লিটন ও তামিম নেই। সাকিবের এটা বলা ঠিক হয়নি। অধিনায়কের এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের ওপর ভরসা নেই, আমাদের স্কিলের ওপর অধিনায়কের ভরসা নেই।’

শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর বাংলাদেশ দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রমিজ রাজা। তিনি বলেন, ‘আপনাকে কৌশলগত ও বিশ্লেষণগতভাবে এই হারের কারণ বের করতে হবে। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। তারা বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে, এমনকি তাদের ঘরের মাঠেও। সাকিবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা।’

 

 

সাকিব বাদে বাংলাদেশ দলে ভালো কোনো অলরাউন্ডার নেই বলেও জানান রমিজ রাজা। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের জন্য আরেকটি বড় সমস্যা হলো, তাদের কাছে দুই-একজন কোয়ালিটি অলরাউন্ডার নেই। সাকিব বাদে ভালো মানের কোনো অলরাউন্ডার নেই।’

সূত্র: চ্যানেল ২৪

Print Friendly and PDF