চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৩ ১:১৪ : অপরাহ্ণ

দীর্ঘ ১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

 

রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর জানান, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফকিরপাড়া এলাকায় এলে মাঝের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, দুপুরেই আমরা রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন নিয়ে বগি উদ্ধারের কাজ শুরু করি। অবশেষে রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগি দু’টি উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF