প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৩ ১১:২৭ : পূর্বাহ্ণ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টা সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি তিন সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, শাহজাদপুর, বেলকুচি চৌহালী উপজেলার নিম্ন অঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। নিচু এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে।
এদিকে বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসকের কাছে ৭৪০ মেট্রিকটন জিআর চাল, নগদ ২০ লাখ টাকা, শিশু খাদ্য, শুকনো খাবার মজুদ আছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আখতারুজ্জামান।
অপরদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে যমুনা পানি আর দুই এক দিন বাড়তে পারে।
সূত্র: চ্যানেল ২৪