চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্প্যানিশ লীগের খেলায় গেটাফ- বার্সেলোনার ড্র

প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৩ ১২:১৪ : অপরাহ্ণ

স্প্যানিশ লীগের খেলায় গেটাফের সাথে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। রোববার রাতে স্পেনের আলফোন্সো পেরেজ স্টেডিয়ামে বার্সেলোনা ও গেটাফের ম্যাচটিকে লাল কার্ডের ম্যাচ বলা যায়।

গোলের দিক থেকে শূন্য থাকলেও এই ম্যাচে লাল কার্ডের কমতি ছিল না। বিরতির আগেই রাফিনিয়ার লাল কার্ডে ১০ জনের দল হয়ে যায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন কোচ জাভিও। শেষের দিকে একের পর এক গোলের সুযোগ করেছেন আনসু ফাতি-রবার্ট লেওয়ানডস্কিরা।

 

 

একজন নিয়ে খেলেছে গেতাফেও। ম্যাচের দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেছেন গেতাফের খেলোয়ার হাইমে মাতাও। তবে, ১০ জন নিয়েও বার্সেলোনাকে ভালোই সামলেছে গেটাফের খেলোয়াড়রা। পুরো ম্যাচে কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে উভয় দল।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF