চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ ট্রফি এখন মিরপুর স্টেডিয়ামে

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৩ ১২:০০ : অপরাহ্ণ

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে একদিনের বিশ্বকাপ ক্রিকেট ট্রফি এখন বাংলাদেশে।

তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ৮ ই আগস্ট নেয়া হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় ও বিসিবির পরিচালকরা ট্রফির সাথে ছবি তুলছেন।

আগামীকাল সকাল থেকে ক্রিকেট অনুরাগীদের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে বসুন্ধরা শপিং কমপে-ক্সে। সেখানে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবে ক্রিকেটপ্রেমীরা। ওই দিন রাতেই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে।

এর আগে গতকাল সোমবার বিশ্বকাপ ট্রফি নিয়ে পদ্মা সেতুর সামনে আনুষ্ঠানিক ফটোসেশন করা হয়েছে।

Print Friendly and PDF