প্রকাশ: ৭ আগস্ট, ২০২৩ ১০:৫৮ : পূর্বাহ্ণ
মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে বেড়েছে জোয়ারের পানি। এতে অনেক নিচু এলাকা তলিয়েছে।
এদিকে, একটানা প্রবল বর্ষণ আর জোয়ারের পানিতে টানা চারদিন ধরে ডুবে আছে বন্দরনগরী চট্টগ্রামের অনেক এলাকা। নগরীর নিচু এলাকাগুলোতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। সেই পানি ভেঙ্গেই চলছে দুর্ভোগের জীবন।
এছাড়া ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ফুলগাজীতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৩ গ্রাম। মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
অন্যদিকে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ভাঙন মেরামতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ। টানাবর্ষণে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের আশঙ্কায় পাদদেশে ঝুকিঁপূর্ণ স্থানগুলোতে বসবাসরত নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন।