প্রকাশ: ১ আগস্ট, ২০২৩ ৫:১৪ : অপরাহ্ণ
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশনের রূপরেখা প্রস্তুত। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে খুব শিগগিরই সংসদে উঠবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১ আগস্ট) তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কমিশনের কাজ প্রতিহিংসা মূলক হবে না।। ভবিষ্যতে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে।
আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশের ভবিষ্যৎকে বদলে দেওয়ার জন্য যে কলঙ্কিত চেষ্টা নেওয়া হয়েছিল, যে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তার সঙ্গে কারা কারা জড়িত ছিল, সেটা ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর হবে কমিশনের উদ্দেশ্য।
কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নুর হোসেনকে ফেরত না দিলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রশ্নবিদ্ধ হবে। যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধু খুনি রাশেদকে ফেরত আনা হবে বলে জানান আইনমন্ত্রী।
১৫ আগস্টের হত্যাকাণ্ডের পরিকল্পনা ৭৫ সাল থেকে শুরু হয় নাই। ১ আগস্ট বঙ্গবন্ধু নিজেই সিরাজুল হককে বলেছিলেন খন্দকার মোস্তাকের পা থেকে মাথা পর্যন্ত শয়তানিতে ভরা।
সূত্র – চ্যানেল২৪