প্রকাশ: ২৭ জুলাই, ২০২৩ ১০:১৭ : পূর্বাহ্ণ
সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয় ফেনীর ঐহিত্যবাহী বিজয়সিংহ দিঘী এলাকায়। প্রতিদিন বিকালে পর্যটকের আনাগোনায় মুখরিত হলেও সন্ধ্যা হলেই অনিরাপদ হয়ে পড়ে এই স্থানটি। চুরি-ছিনতাইসহ ঘটে নানান ঘটনা। পুকুরটির চারদিক সংস্কারসহ পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি ও নিরাপত্তার দাবী জানিয়েছেন দর্শনাথীরা।
বিখ্যাত এই দীঘি সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি। দীঘিটির আয়তন প্রায় ৩৭ একর। এটি পর্যটন স্থান হিসেবে জনপ্রিয়।
প্রতিদিন বিকাল বেলা পর্যটকের আনাগোনায় মুখরিত হয় এই স্থানটি। তবে সন্ধ্যা হলেই অনিরাপদ হয়ে পড়ে। চুরি ছিনতাইসহ নানান ঘটনা ঘটে এখানে। মাঝে মাঝে ইভটিজিং এর স্বীকার হতে হয় অনেক নারীকে।
কিছুদিন আগে পৌরসভার পক্ষ থেকে কয়েকটি সড়কবাতি স্থাপন করলেও তার বেশিরভাগই নষ্ট। ফলে সন্ধ্যা হলেই পুরো দিঘী এলাকা যেন ভুতুড়ে বাড়ীতে পরিনত হয়।
দিঘীটির সংস্করের কাজ চলমান রয়েছে বলে জানান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
সূত্র – বৈশাখী অনলাইন