প্রকাশ: ২০ জুলাই, ২০২৩ ১০:২৭ : পূর্বাহ্ণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দল অটুট থাকবে। এ জোট নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেব। বুধবার (২০ জুলাই) ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে গণভবণ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।
এর আগে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। এক বছর তিন মাস পর ১৪ দল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গুরুত্বপূর্ণ এ বৈঠক হলো।
বৈঠক থেকে বের হয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি সাংবিধানিক ধারা বানচালের উদ্দেশ্যে অপতৎপরতা চালাচ্ছে। ১৪ দল তা শক্ত হাতে দমনে সচেষ্ট থাকবে।
একই বৈঠক থেকে বের আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সংলাপ বা সমঝোতার বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে। দেশে এমন কোনো বড় আন্দোলন হচ্ছে না যে পাল্টা কোনো বড় কর্মসূচি দিতে হবে। কেও আসুক বা না আসুক, নির্বাচন নির্বাচনের মতোই হবে।
সূত্র – নিউজ ২৪ অনলাইন