চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সংঘাতহীন নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন’

প্রকাশ: ৮ জুলাই, ২০২৩ ২:৩১ : অপরাহ্ণ

একটি গোষ্ঠী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যহত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ শনিবার (৮ই জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

 

এ সময় তিনি বলেন সংঘাতহীন নির্বাচনে করতে সবার সহযোগিতা প্রয়োজন। স্বচ্ছ ও সংঘাত বিহীন নির্বাচনের জন্য দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দলগুলোর প্রতিশ্র“তি থাকা দরকার। সরকার বা নির্বাচন কমিশন চাইলেই স্বচ্ছ আর সংঘাত বিহীন নির্বাচন হবে না। বাংলাদেশ নিয়ে চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের সাম্প্রতিক মন্তব্য দেশগুলোর নিজস্ব বলে জানান তিনি।

 

 

সূত্র – বৈশাখী  অনলাইন

Print Friendly and PDF