চট্টগ্রাম, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের উপকূলে দুর্ঘটনার কবলে কনটেইনারবাহী জাহাজ

প্রকাশ: ৭ জুলাই, ২০২৩ ৪:৩৭ : অপরাহ্ণ

চট্টগ্রামের ভাসানচরের কাছে বঙ্গোপসাগরের উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে ‘পানগাঁও এক্সপ্রেস’ নামে একটি জাহাজের তিনটি কনটেইনার পানিতে ভেসে গেছে। এ ঘটনায় জাহাজের নাবিকদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থেকে জাহাজটি সি গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল।

বন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর একটি টেকনিক্যাল টিম জাহাজের পানি ও কনটেইনার অপসারণ করে।

 

 

জাহাজটি হালকা হলে ডকে মেরামতের জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারি-১১-সহ ভাড়া করার একটি টাগ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেইসাথে জাহাজটি উদ্ধারে যোগ দিয়েছে নৌ-বাহিনী।

দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

 

 

সূত্র –বৈশাখী অনলাইন

Print Friendly and PDF