চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হয়েছে : প্রধানমন্ত্রী

প্রকাশ: ৩ জুলাই, ২০২৩ ৩:১৫ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, দেশ ও জনগণের সেবা করাই তাঁর লক্ষ্য। আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

 

 

এসময় প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র একটা লক্ষ্য সামনে নিয়ে, কাজ করে চলেছি। সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন পূরণ। তিনি এ দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখিয়েছেন, সারাজীবন জেল-জুলুম খেটেছেন। মিথ্যা মামলায় বারবার তাকে নির্যাতিত হতে হয়েছে। তবে মানুষকে দেয়া কথা রেখেছেন।

 

 

তিন সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি চাই আপনারা জনগণের সেবক হিসেবেই আপনাদের নিজ নিজ এলাকায় কাজ করবেন।

এর আগে, গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF