প্রকাশ: ২২ জুন, ২০২৩ ৪:৪১ : অপরাহ্ণ
রেফারির উদ্দেশে অশালীন মন্তব্য করায় নিষিদ্ধ করা হয়েছে স্পেশাল ওয়ান হিসেবে খ্যাত রোমার পর্তুগিজ কোচ হোসে মরিনিওকে। চার ম্যাচের ম্যাচের জন্য সাইডলাইনে দাঁড়াতে পারবেন না এই কোচ।
ঘটনা ঘটেছিল ইউরোপা লিগের ফাইনালে। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ম্যাচ অফিসিয়ালদের লক্ষ্য করে নানা মন্তব্য করেন মরিনিও। এরপর রেফারি টেইলরের সামনে গিয়ে উত্তেজিতভাবে কিছু বলতে দেখা যায় পর্তুগিজ কোচকে। এমনিক সংবাদ সম্মেলনেও টেইলরের সমালোচনা করেন।
এ ঘটনায় মরিনিওর বিরুদ্ধে উয়েফায় আনুষ্ঠানিক অভিযোগ দেন ম্যাচ রেফারিরা। উয়েফার তদন্তে স্পেশাল ওয়ানের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়। পরে বুধবার তার শাস্তির কথা জানায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এদিকে, কোচের পাশাপাশি সাজা পেয়েছে রোমাও। ক্লাবটিকে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে তাদের একটি ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫৫ হাজার ইউরো।
সূত্র – বৈশাখী অনলাইন