চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ষড়যন্ত্রে অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে না : প্রধানমন্ত্রী

প্রকাশ: ২১ জুন, ২০২৩ ১২:২৪ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। ষড়যন্ত্র করে এই অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। কোস্টগার্ডের ২টি ইনশোর পেট্রোল ভেসেল, ২টি টাগবোট ও ১টি ফ্লোটিং ক্রেন এর কমিশনিং অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

 

 

আজ বুধবার (২১শে জুন) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আধুনিক বোট ও যন্ত্রপাতি যুক্ত হওয়ায় চোরাচালান, ডাকাতি, মাদক ও মানবপাচার বন্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনায় কোস্টগার্ডের সক্ষমতা বাড়লো। প্রধানমন্ত্রী জানান, কোস্টগার্ডে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে পেট্রোল ভ্যাসেল ও হসপিটাল বোট যুক্ত হবে।

 

 

সূত্র – বৈশাখী অনলাইন

Print Friendly and PDF