চট্টগ্রাম, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারকে কিনতে পিএসজির সঙ্গে আলোচনা শুরু করলো চেলসি

প্রকাশ: ৭ জুন, ২০২৩ ৩:৩২ : অপরাহ্ণ

আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে পেতে চায় চেলসি। সেই লক্ষ্যে পিএসজির সঙ্গে আলোচনা শুরু করেছে ইংলিশ ক্লাবটি। ফুটবল বিষয়ক বিশ্ববিখ্যাত ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে জানানো হয়, চলতি মৌসুমের শুরুতে পিএসজির হয়ে দারুণ ছন্দে ছিলেন নেইমার। দলটির পক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৮ গোল এবং ১৭ অ্যাসিস্ট করেন তিনি।

তবে পরে ফেব্রুয়ারিতে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। তাতে মৌসুমের বাকি সময় ছিটকে যান তিনি। স্বাভাবিকভাবেই প্যারিসের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড। এতে ক্লাবটির সমর্থকদের সমালোচনার রোষানলে পড়েছেন তিনি।

 

 

পরিপ্রেক্ষিতে স্পষ্ট, নেইমারকে ছেড়ে দিতে চায় পিএসজি। দলবদলের জন্য তার দরজা খোলা। অন্যথায় সেলেকাও তারকার সঙ্গে আরও ৪ বছর চুক্তির মেয়াদ বাড়াতো তারা।

এলই১০স্পোর্ট অনুসারে, ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দল হিসেবে নেইমারকে কেনার লড়াইয়ে নামলো চেলসি। ইতোমধ্যে এ রেসে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল।

 

 

সবশেষ মৌসুমটা মোটেও ভালো যায়নি চেলসির। তাই আগামী সিজনে দল ঢেলে সাজাতে চাচ্ছে তারা। এরই মধ্যে মাউরিসিও পচেত্তিনোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দ্য ব্লুজরা। ২০২১-২২ মৌসুমে পিএসজির এ গুরুদায়িত্বে ছিলেন তিনি।

শোনা যাচ্ছে, এখন নেইমারকে একদম মন থেকে ইংল্যান্ডে টানতে চাচ্ছেন পচেত্তিনো। এজন্য ভালো দাম পেতে পারে পিএসজি। ২০১৭ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে দলটিতে আসেন তিনি।

 

Print Friendly and PDF