চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এরদোগানের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশ: ৪ জুন, ২০২৩ ১০:৩৮ : পূর্বাহ্ণ

তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান। তার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

শনিবার (৩ জুন) তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে যোগ দেন তারা। এছাড়া বিশ্বের আরও ৭৭টি দেশের নেতারা এ শপথ অনুষ্ঠানে যোগ দেন।

শপথগ্রহণের পরপরই আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন এরদোগান। পরে তিনি প্রেসিডেন্ট প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। এসময় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিশ্ব নেতাদের সঙ্গে কুশলবিনিময় করেন তুর্কি প্রেসিডেন্ট।

 

 

এরদোগানের শপথ অনুষ্ঠানে ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট (ওটিএস) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো তুরস্ক শাসনের সুযোগ পেয়েছেন এরদোগান।

 

Print Friendly and PDF