চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুল শিরোনামে খবর, চটলেন নওয়াজউদ্দিন

প্রকাশ: ২৮ মে, ২০২৩ ১২:০৮ : অপরাহ্ণ

প্রায় মাসখানেক হলো আলোচনা ও চর্চার কেন্দ্রে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। আর এই সিনেমা নিয়ে মন্তব্য করে সম্প্রতি চর্চায় উঠে এসেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়, নওয়াজউদ্দিন চান ‘দ্যা কেরালা স্টোরি’ নিষিদ্ধ হোক।

আর এধরনের প্রতিবেদনের কারণেই বেজায় চটেছেন নওয়াজ। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতার কথায়, তার মন্তব্যকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে, ভুল শিরোনাম করা হচ্ছে, তাতেই মানুষজনের কাছে ভুল বার্তা যাচ্ছে।

বিরক্ত নওয়াজউদ্দিন টুইটারে লেখেন, ‘শুধু কিছু ভিউ ও হিট পাওয়ার জন্য মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন। এটাকে সস্তা টিআরপি বলা হয়- আমি কখনও বলিনি এবং আমি কখনই চাই না যে কোনো সিনেমা নিষিদ্ধ হোক। সিনেমা নিষিদ্ধ করা বন্ধ করুন। জাল খবর ছড়ানো বন্ধ করুন।’

‘দ্যা কেরালা স্টোরি’ নিয়ে ঠিক কী বলেছিলেন নওয়াজউদ্দিন?

সম্প্রতি অভিনেতা বলেছিলেন, ‘যদি কোনো সিনেমা কাউকে আঘাত করে, তবে সেটা ঠিক নয়। মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি বাড়ানোর জন্যই আমরা সিনেমা বানাই। তবে যদি কোনো সিনেমা সামাজিক সম্প্রীতি ভাঙে তবে সেটা ভুল। সমাজকে ভাগ করলে চলবে না, এটাকে এক করতে হবে।’

 

 

নওয়াজ এটাও বলেছিলেন, ‘যদি আপনি কোনো সিনেমার সঙ্গে একমত হন বা না হন, এটি প্রচার হোক কিংবা নাই হোক, আক্রমণাত্মক হোক কিংবা নাই হোক, এটাকে নিষিদ্ধ করা এক্কেবারে ভুল।’আর অভিনেতার এই মন্তব্যের পরই কিছু জায়গায় লেখা হয়, নওয়াজ চান ‘দ্যা কেরালা স্টোরি নিষিদ্ধ হোক’

 

 

Print Friendly and PDF