চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলাদেশ কত পাবে?

প্রকাশ: ২৬ মে, ২০২৩ ৩:২৭ : অপরাহ্ণ

ভারত-অস্ট্রেলিয়ার শিরোপার লড়াইয়ের মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে মর্যাদার লড়াইটি। শিরোপার লড়াই শুরুর দুই সপ্তাহ আগে ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য মোট ৩৮ লাখ ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই থাকছে প্রাইজমানি। চ্যাম্পিয়ন, রানার্স-আপসহ প্রতিটি দলই পাবেন ভিন্ন ভিন্ন অংকের অর্থ। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরেও একই (৩৮ লাখ ডলার) প্রাইজমানি ছিল।

শুক্রবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, রানার্স-আপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৮ লাখ ডলার। তবে ম্যাচ ড্র হলে মোট ২৪ লাখ ডলার দুই দল ভাগাভাগি করে নেবে।

 

 

দ্বিতীয় আসরে তৃতীয় হওয়া দল দক্ষিণ আফ্রিকা পাচ্ছে সাড়ে চার লাখ ডলার। চতুর্থ হওয়া ইংল্যান্ডের জন্য থাকছে সাড়ে তিন লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লাখ ডলার।

এছাড়া নিউজিল্যান্ড (৬ষ্ঠ), পাকিস্তান (৭ম),  ওয়েস্ট ইন্ডিজ (৮ম) ও নবম স্থানে থাকা বাংলাদেশ সমান ১ লাখ ডলার করে পাবে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF