চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়াজুড়ে শেয়ারবাজারে মন্দা

প্রকাশ: ২৪ মে, ২০২৩ ৩:১২ : অপরাহ্ণ

শিয়াজুড়ে শেয়ারবাজারে মন্দা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বৃদ্ধি নিয়ে বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। এতে বুধবার (২৪ মে) এ অঞ্চলের পুঁজিবাজারগুলোতে মন্দা বিদ্যমান রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, জাপানের নিক্কেই সূচক কমেছে ১ দশমিক ১ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং নিম্নমুখী হয়েছে ১ দশমিক ২ শতাংশ।

মেইনল্যান্ড ব্লু চিপের পতন ঘটেছে শূন্য দশমিক ৮ শতাংশ। আর এশিয়া প্যাসিফিক শেয়ারের এমএসসিআইয়ের বৃহৎ সূচক হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ।

 

 

এদিন ইউএস ডলার সূচক অপরিবর্তিত আছে। বর্তমানে তা ১০৩ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করছে। গত ২ মাসের মধ্যে যা প্রায় সর্বোচ্চ।

এ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল আছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৭৪ ডলারে।

 

 

সৌদি আরব তেলের উত্তোলন আরও কমানোর হুঁশিয়ারি দিয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দাম চড়া হতে শুরু করেছে। ব্যারেলপ্রতি আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম নিষ্পত্তি হয়েছে প্রায় ৭৭ ডলারে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে মেলবোর্নভিত্তিক ব্রোকারেজ পিপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, অর্থপ্রদানের অগ্রাধিকার এখন বাস্তব।

Print Friendly and PDF