চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে জেলিযুক্ত দেড় হাজার কেজি চিংড়ি জব্দ

প্রকাশ: ২১ মে, ২০২৩ ১০:৫৩ : পূর্বাহ্ণ

চাঁদপুরে মেঘনা নদীর মোহনা এলাকায় ট্রলারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ কেজি (সাড়ে ৩৭ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (২০ মে) বিকেলে জব্দ করা চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে একটি ট্রলার তল্লাশি করে এক হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

Print Friendly and PDF