চট্টগ্রাম, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক পেলেন আট মেয়রপ্রার্থী

প্রকাশ: ৯ মে, ২০২৩ ২:৪০ : অপরাহ্ণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের প্রথম দিনে আট মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম প্রতীক বরাদ্দ দিতে শুরু করেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন নৌকা প্রতীক, লটারির মাধ্যমে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

 

 

এছাড়া, জাতীয় পার্টির এম. এম.নিয়াজ উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহ নূর ইসলাম রনি হাতি, গণফ্রন্টের  আতিকুল ইসলাম মাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আতাউর রহমান হাত পাখা, জাকের পার্টির রাজু আহাম্মেদ গোলাপ ফুল এবং স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ ঘোড়া প্রতীক পেয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচন হবে আগামী ১৫ মে। মঙ্গলবার শেষ দিনে ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মোট ৩২৪ জন প্রার্থী তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, ১৫নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এ ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন, তিনজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF