প্রকাশ: ১০ মে, ২০২২ ৫:১০ : অপরাহ্ণ
দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ২০টি আন্তর্জাতিক মানের মাঠ তৈরি করতে চায় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলার চাপ সামাল দিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ সারা দেশের স্টেডিয়ামগুলোকে নিয়ে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সংস্থাটি।
গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমে এ নিয়ে কথা জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
মাহাবুব বলেন, ‘আমাদের ইচ্ছে ঢাকায় যাতে ছয়টি উন্নত মানের ভেন্যু থাকে।
তাতে ঢাকায় যে পরিমাণ খেলাগুলো হয়- প্রিমিয়ার লিগ বা অন্যান্য খেলা, সেগুলো যাতে সুন্দরভাবে করা যায়। এখন আমরা ফতুল্লাকে নিয়ে স্ট্রাগল করছি। ফতুল্লার কাজ শুরু হলে ওখানে আমরা দুইটা মাঠ পেয়ে যাব। পূর্বাচলে আমরা দুইটি মাঠ করব। এর বাইরে মিরপুর তো রয়েছেই। বিকেএসপি আছে। তার বাইরেও দুটো মাঠ করার মতো ঢাকার আশেপাশে জায়গা কেনা হবে’।
ঢাকার বাইরের স্টেডিয়ামগুলোর উন্নয়ন প্রসঙ্গে মাহাবুব বলেন, ‘গতবছর আমরা সিলেটের পর চট্টগ্রামের কাজ ধরেছি। এবার আমরা রাজশাহীতে কাজ ধরবো, বগুড়াতে কিছু কাজ ধরেছি। সেটা বাইরের অনুশীলন উইকেট। আমরা প্রত্যেকটা স্টেডিয়ামের একটা মাস্টারপ্ল্যান করতে যাচ্ছি, যেটা রিজিয়নে আমাদের ভালো একটা সুযোগসুবিধা থাকবে। যেটাতে খেলার বাইরে অনুশীলন এবং একাডেমি থাকবে। এ বছরে আমাদের পরিকল্পনা মিরপুরের অ্যাডিশনাল উইকেট এবং রাজশাহী, বগুড়া- এই তিনটা ভেন্যুকে আমরা সম্পূর্ণরূপে আপগ্রেড করব’।