চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিমদের রাবনের মতো পুড়িয়ে মারতে বললেন বিজেপি বিধায়ক

প্রকাশ: ১০ মে, ২০২২ ৩:১৪ : অপরাহ্ণ

ভারতে ক্রমবর্ধমান মুসলিম বিরোধী মনোভাবে অঙ্গারে ঘি ঢাললেন এক বিজেপি এমএলএ। তার নাম হরিভূষণ ঠাকুর বাচাউল। তিনি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক বা এমএলএ।

সিয়াসত ডেইলির প্রতিবেদন অনুযায়ী, সোমবার এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে বিহারের এমএলএ বলেন, ‘মুসলিমদের রাবনের মতো পুড়িয়ে মারা উচিত।’

সোমবার মিডিয়ার সঙ্গে কথা বলার সময় হরিভূষণ ঠাকুর মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক সুরে বলেন, ‘যেভাবে হিন্দুরা দশেরার উৎসবে রাবণের কুশপুত্তলিকা পোড়ায় ঠিক সেভাবে মুসলমানদেরও পুড়িয়ে দেয়া উচিত।’

এদিন পাটনায় ‘দ্য আনটোল্ড স্টোরি অব কাশ্মিরি হিন্দুস’ শীর্ষক একটি অনুষ্ঠানে বিজেপি বিধায়ক এই মন্তব্য করেন। অনুষ্ঠানে হনুমান চল্লিশা পাঠ করা হয়। দিল্লি-ভিত্তিক বিজেপি রাজনীতিবিদ কপিল মিশ্রও সেখানে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের যুবকদের শক্তিশালী করার জন্য আমাদের একজন হনুমান জি দরকার। রাবনের লঙ্কা যেমন হনুমান জি পুড়িয়ে দিয়েছিলেন, তেমনি বিহার ও দেশে ঘোরাফেরা করা রাক্ষস-সদৃশ রাবণদেরও (মুসলিম) পোড়ানো উচিত।’

টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, বিজেপি বিধায়ক মিডিয়ার সামনে কথা বলার সময় বিহারের কিছু মুসলিম অধ্যুষিত জেলার প্রতি নির্দেশ করছেন।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ভিডিওটি ভারতের বিহার রাজ্যের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের। যেখানে তিনি একটি গণহত্যামূলক বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি হিন্দুদেরকে মুসলিমদের বিরুদ্ধে বড় আকারের সহিংসতা প্রকাশের আহ্বান জানিয়েছেন।
https://twitter.com/i/status/1523349142394703873

Print Friendly and PDF