চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেডের রাডারে নেইমার

প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৩ ১:০৫ : অপরাহ্ণ

 

পিএসজি সুপারস্টার নেইমারের ওপর নজর পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইতোমধ্যে চাউর হয়েছে, এ নিয়ে প্যারিসের দলটিকে প্রস্তাব দিয়েছে তারা। সেটি গ্রহণ করলে তাকে ডেরায় ভেড়াবে ইংলিশ ক্লাবটি।

 

 

 

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ২০২২-২৩ মৌসুমটা দারুণভাবে শুরু করেছিলেন নেইমার। ২৯ ম্যাচে ১৮ গোল করে ফেলেছিলেন তিনি।

কিন্তু হঠাৎ গোড়ালির ইনজুরিতে পড়ে মৌসুমটা শেষ হয়ে যায় ব্রাজিল তারকার। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড সবশেষ ম্যাচ খেলেন গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে।

 

 

এরপর থেকেই মাঠের বাইরে নেইমার। এছাড়া ২০২৭ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি। তবু তাকে পেতে চাচ্ছে ম্যানইউ।

 

 

অবশ্য নেপথ্যে কারণও আছে। ফ্রান্সের রাজধানীতে নেইমারের ভবিষ্যত প্রায় অনিশ্চিত। বাজে পারফরম্যান্স ও খরচ বহন করতে না পারার অযুহাত দিয়ে তাকে যেকেনো সময় ছেড়ে দিতে পারে তারা।

এ সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ম্যানইউ। গ্রীষ্মেই নেইমারকে দলে টানতে চায় তারা। সবকিছু ঠিকভাবে এগোলে আগামী জানুয়ারিতেই তাকে মাঠে নামাতে চায় ওল্ড ট্রাফোর্ডের দলটি।

 

ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতোর মতে, কয়েক মাস ধরেই নেইমারের অবস্থা পর্যবেক্ষণ করছে ম্যানইউ। আসছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে পেতে চায় তারা। তবে তার ইনজুরির সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছুই জানায়নি তারা।

 

 

সূত্র: চ্যানেল ২৪ অনলাইন

Print Friendly and PDF